
চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার বারো কোয়ার্টার এলাকায় রেল লাইনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত আরিফ হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত রবিবার রাতে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়েছে বলে জানায় পুলিশ। নিহত অরিফ হোসেনের বাড়ী কুসিল্লা জেলায়। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন। নগরীর আকবর শাহ এলাকায় তার বাসা।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি শহীদুল ইসলাম জানান, গত রবিবার নগরীর পাহাড়তলী বারকোয়র্টার এলাকা রেল লাইন ধরে হেঁটে বাসায় ফেরার পথে ছিনতাকারীরা তার মোবাইল ফোন কেড়ে নিয়ে যাবার সময় ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে।
তার স্বজনরা থানায় এসেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।