
চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙর এলাকায় দুটি জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে সার বোঝাই একটি জাহাজ ফুটো হয়ে গেছে। ফলে পানি ঢুকে জাহাজটির সাড়ে চার হাজার টন সার নষ্ট হয়ে গেছে।
আজ শনিবার সকালে পতেঙ্গা এলাকায় ‘এমভি ওরহান’ ও ‘এমভি মাইমেরি’ নামে দুটি বিদেশী জাহাজের মধ্যে এ সংঘর্ষ হয়েছে বলে জানান বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন) জাফর আলম জানান, দুর্ঘটনায় ফুটো হয়ে যাওয়া জাহাজটির নাম এমভি মাই মেরি। বেলিজের পতাকাবাহী এই জাহাজটিতে ৩৭ হাজার ৬৬১ টন টিএসপি সার রয়েছে। শনিবার সকালেই জাহাজটি বন্দরের জলসীমায় আসে। এ ব্যাপারে সংশ্লিষ্ট শিপিং এজেন্ট এগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
এদিকে জাহাজটির স্থানীয় প্রতিনিধি এইসসি মেরিন শিপিং এজেন্টের পরিচালক নূরন্নবী ইমরান জানান, সকালে জাহাজ নোঙর করার পর ইউরিয়া সারবাহী এমভি ওরহান নামের একটি জাহাজ এসে আমাদের জাহাজকে ধাক্কা দেয়। এতে জাহাজ ফুটো হয়ে পানি ঢুকে যায়। ফলে সাড়ে চার হাজার টন টিএসপি সার নষ্ট হয়ে গেছে।
ইমরান জানান, নোয়াপাড়া ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের জন্য মাইমেরি জাহাজটি লেবানন থেকে ৩৭ হাজার ৬৬১ মেট্রিকটন টিএসপি সার নিয়ে চট্টগ্রাম আসে।