
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার এলাকা থেকে দুই হাজার পিছ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চল।
রবিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ফিরিঙ্গি বাজার ব্রিজঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম মোঃ সাইফুল ইসলাম ( ১৮)। সে টেশনাফ উপজেলার হোয়াইং এলাকার মৃত নুর আহমেদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অব্জল এর উপ-পরিচালক শামীম আহমেদ জানান, আটক যুবক ইয়াবাগুলো নিয়ে বিক্রির উদ্দেশ্যে নগরীতে এসেছিল। তার বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।