
গ্রেফতারকৃত কেন্দ্রিয় নেতাদের মুক্তি দাবীতে পুলিশের চোখ এড়িয়ে নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় ঝাটিকা মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির।
আজ সোমবার (২ অক্টোবর) ভোরে চট্টগ্রাম মহানগর (উত্তর) শাখা এ মিছিলের আয়োজন করে। মিছিলটি বহদ্দারহাট থেকে শুরু হয়ে কাপাসগোলায় গিয়ে শেষ হয়। পরে কাপাসগোলা এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে শিবির।
এ সময় সময় শিবিরের মহানগর উত্তর সভাপতি তৌহিদুল ইসলাম বলেন-ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আইন বহির্ভূত আদেশ বাস্তবায়ন করতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনী দেশে চিহ্নিত, আসল অপরাধীদের আটক কিংবা বিচারের পরিবর্তে বিরোধী মতের দলীয় নেতা কর্মীদের সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে হাস্যকর মিথ্যা, বানোয়াট কল্পকাহিনী সাজিয়ে হয়রানিমূলক মামলা দায়ের করছে। যার সর্বশেষ নিকৃষ্ট নজির ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বুলবুল, ড. শফিকুল ইসলাম মাসুদ সহ জামায়াতের ৮ শীর্ষ নেতা।
আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে পারিবারিক বৈঠক থেকে বিনা অপরাধে আটকের পর দেশীয় অস্ত্র ও বোমা উদ্ধারের মিথ্যা নাটক সাজিয়ে গণমাধ্যমের সামনে হাজির করে নিজেদের কৃতিত্ব দেখিয়ে চলেছে। দেশের মানুষকে বোকা মনে করে বাহিনীর এমন ঘৃণ্য কর্মকান্ডে মানুষের আস্থা হারিয়ে উল্টো তাদের প্রতি শান্তি প্রিয় জনগনের মাঝে অজানা আতংক বিরাজ করছে।
নগর উত্তর শিবির নেতা কামাল হোসাইন’র পরিচালনায় সমাবেশে নগর শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
তারা বলেন- ছাত্রশিবির কখনো জঙ্গিবাদ বা অন্য কোন অগণতান্ত্রিক পন্থায় বিশ্বাসী নয়। দেশে প্রচলিত সব ধর্মের প্রতি শিবির সব সময় শ্রদ্ধাশীল যা ইসলামে স্বীকৃত। হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে হামলা কিংবা জঙ্গিবাদের সাথে জামায়াত শিবিরের নেতা বা কর্মীর ন্যূনতম কোন সম্পর্ক অতীতেও ছিল না বর্তমানেও নেই। এর সাথে আটককৃত নেতাদের জড়ানো সরকার ও দলকানা দায়িত্বহীন ব্যক্তির হীণ মানসিক বিকারগ্রস্থতার বহিঃ প্রকাশ ছাড়া আর কিছুই হতে পারে না। নেতৃবৃন্দ আইন শৃঙ্খলা বাহিনীকে পরিকল্পিতভাবে আটক, নিরপরাধ মেধাবী ছাত্রদের হত্যা পরিহার করে পুলিশ কর্তাদের নীতিহীন বক্তব্য প্রত্যাহার ও নিজেদের স্বীয় দায়িত্ব পালনের প্রতি মনোনিবেশ করার আহ্বান জানান।