
রাঙামাটি জেলা প্রতিনিধিঃ
বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় নেতা দীপেন দেওয়ানের নেতৃত্বে বুধবার বিকালে রাঙামাটি শহরে ঝটিকা মিছিল বের করা হয়েছে।
পুলিশের চোখকে ফাঁকি দিয়ে শহরের পাবলিক হেলথ এলাকা থেকে ঝটিকা মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসন কার্যালয় চত্বরের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এসময় পুলিশী বাধা উপেক্ষা করে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সহ-সম্পাদক দীপেন দেওয়ান।
এসময় জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো, জেলা শ্রমিকদলের সভাপতি মমতাজ উদ্দিন, বিএনপি নেতা মানস মুকুর চাকমাসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সহসম্পাদক দীপেন দেওয়ান বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে রাঙামাটিসহ সারাদেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।