ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

দিনভর বৃষ্টিতে বন্দর নগরীতে চরম দুর্ভোগ, জলবদ্ধতা এবং বিদ্যুৎ ভোগান্তি চরমে

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

সাগরের উত্তাল ঢেউ। কক্সবাজার থেকে ছবি তুলেছেন সাংবাদিক সেলিম উল্লাহ।

সাগরের নিম্নচাপের প্রভাবে দিনভর বৃষ্টিতে নগর জীবনে দুর্ভোগ নেমে এসেছে। রাজধানী ঢাকা এবং বন্দর নগরী চট্টগ্রামের অধিকাংশ এলাকা ডুবে গেছে।

নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার রাত থেকে থেমে থেমে থেকে বৃষ্টি হচ্ছে। আজ শনিবার সকাল চট্টগ্রামে থেকে গুঁডি গুঁডি বৃষ্টি হলেও বিকাল থেকে মাঝারী থেকে ভারী বৃষ্টি হচ্ছে। ফলে নগরীর অধিকাংশ এলাকা ডুবে জলবদ্ধার সৃষ্টি হয়েছে।

এতে হন দুর্ভোগ বেড়ে গেছে। নগরীতে যানবাহন চলাচল কমে গেছে।

এদিকে সকাল থেকে বৃষ্টির কারণে নগরীর বহদ্দার হাট চকবাজার, আগ্রাবাদ এক্সেস সড়ক, বেপারিপাড়া, শান্তিবাগ, ছোটপোল, হালিশহর, পশ্চিম নিমতলা, বারিক বিল্ডিং মোড়, কাতালগঞ্জ, শুলকবহর, কাপাসগোলা, ফরিদার পাড়া, মুরাদপুর, দুই নম্বর গেট, পশ্চিম মাদারবাড়ি, সিডিএ আবাসিক এলাকা, মুহুরি পাড়া, চাক্তাই-খাতুনগঞ্জ এবং বাকলিয়া আন্দরকিল্লা এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে এসব এলাকায় যান চলাচল কমে যায় বিকাল থেকে।

বৃষ্টির পানি এবং জোয়ারের পানিতে ডুবে গেছে নগরী।

দুপুর থেকে বৃষ্টি বাড়ার সাথে সাথে বাতাসের গতি বৃদ্ধি পাওয়ায় নগরীর বেশীরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।  জুবলী রোড, নগরীর কাজীর দেউড়ি, আসকার দিঘীর পাড়, এনায়েত বাজার, পশ্চিম মাদারবাড়ি, পাথরঘাটাসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে বলে স্থানীয়রা জানা।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, শনিবারও দেশের বেশির ভাগ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আবার কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে। উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, মংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারকে ৩ নম্বর সতর্কসংকেত বহাল রাখা হয়েছে। এ ছাড়া নদীবন্দরগুলোতে ২ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে ও নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে বিকেলের দিকে বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়।

 

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print