
খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের ফিরিঙ্গী বাজারে পাচার করে আনার পথে ট্রাকসহ ৮০ লক্ষ টাকার চোরাই কাঠ জব্দ করেছে র্যাব।
আব্দুল মতিন (৪৩) ও বাদল কান্তি নাথ (২৮) নামে দুই পাচারকারীকে আটক করেছে র্যাব।
আজ বুধবার দুপুরে মহানগরীর পাঁচলাইশ থানাধীন অক্সিজেন টু নাসিরাবাদ সড়ক (২নং গেট) কর্ণফুলী মার্কেটের বিপরীত পাশে অভিযান
চালিয়ে ৫৩৭ সিএফটি অবৈধ কাঠসহ ট্রাকটি আটক করা হয়।
র্যাব-৭ এর সহকারি পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান, গোপন খবরের ভিক্তি অভিযান চালিয়ে রেঞ্জ অফিসার রেজাউল আলম এর সহায়তায় উক্ত ট্রাকটি তল্লাশী করে কোন প্রকার বৈধ কাগজপত্র না থাকায় ৫৩৭ সিএফটি অবৈধ কাঠ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কাঠের আনুমানিক মূল্য ৮০ লক্ষ টাকা। উল্লেখ্য যে, উক্ত কাঠ বিভিন্ন সরকারী বন থেকে অবৈধভাবে সংগ্রহ করে পাচার করছে।