
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলমান ভর্তি পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সম্পাদক ইসতিয়াক আহমেদ সৌরভ (এইচ.এম.জি. ইশতিয়াক আহামেদ সৌরভ)। বৃহম্পতিবার রাতে রাত সাড়ে ১০ টার দিকে নগরীর পাঁচলাইশ থানার বড় গ্যারেজ এলাকা থেকে সৌরভকে গ্রেফতার করেছে সিএমপি
্এসময় তার কাছে দুটি হিয়ারিং ডিভাইস, দুটি ব্লু-টুথ ও বেশ কয়েকটি ব্যাটারি পাওয়া গেছে। সৌরভ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
জালিয়াতি চক্রের সদস্য হিসেবে আটক ইশতিয়াক আহমেদ সৌরভ নগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও চবি ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজনের অনুসারী হিসেবে পরিচিত।
চবির ভর্তি পরীক্ষার একদিন আগে মঙ্গলবার বায়েজীদ থানা এলাকা থেকে একটি ডিভাইস সহ আটক হওয়া ইংরেজী বিভাগের শিক্ষার্থী নাজমুল কবিরের (২০১২-১৩) কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বায়েজীদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম।

তিনি বলেন, পাঁচলাইশ হতে আটক ইশতিয়াক আহমেদ সৌরভের কাছে ৪টি ডিভাইস ও বেশ কয়েকটি ব্যাটারি পাওয়া গেছে। গত মঙ্গলবার আটক নাজমুল কবিরের সাথে তার সম্পৃক্ততা পাওয়া গেছে। ইতোমধ্যেই নাজমুল কবিরকে পাবলিক পরীক্ষা অধ্যাদেশ-১৯৮০ সালের ১৩ ধারায় মামলা করা হয়েছে। আদালত তাকে কারাগারে প্রেরণ করেছে বৃহস্পতিবার।
এদিকে অভিযানে অংশ নেয়া পাঁচলাইশ জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোবাশ্বের হোসাইন বলেন, ইশতিয়াক আহমেদ সৌরভের কাছে হিয়ারিং ডিভাইস, ব্লু-টুথ ও বেশ কয়েকটি ব্যাটারি পাওয়া গেছে। জালিয়াতি চক্রের আরেক সদস্য নাজমুল কবিরের সাথে তার সম্পৃক্ততাও পাওয়া গেছে বলেও জানান তিনি।