
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার সিনেমা প্যালেস ও ফিরিঙ্গিবাজার এলাকা থেকে ৫ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় এক নারীসহ ৩ পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার ভোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তাদের গ্রেফতার করেছে বলে জানান।
গ্রেফতারকৃতরা হলেন- টেকনাফের বাসিন্দা খালেদা বেগম (২৩), ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বাসিন্দা আবুল কালাম (৪৫) ও মো. ইউসুফ (২০) ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিনেমা প্যালেস এলাকার একটি বাসে তল্লাশি করে ইউসুপ ও আবুল কালামকে ৩ হাজার ৬শ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে ফিরিঙ্গী বাজার এলাকা থেকে আরো দেড় হাজার ইয়াবাসহ আটক করা হয় খালেদা বেগমকে। ইয়াবাগুলো টেকনাফ থেকে ব্রাহ্মণবাড়িয়া নেয়ার হচ্ছিল বলে জানান পাচারকারীরা।