
চট্টগ্রামে ইয়াবাসহ গোয়েন্দা পুলিশের এক এএসআই গ্রেফতার হয়েছে। এসময় তার কাছ থেকে একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
নগরীর কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় আনোয়ার হোসেন নামে এ পুলিশকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত আনোয়ার হোসেনকে (৩৫) জেলা পুলিশের গোয়েন্দা ইউনিটে (ডিবি)র সহকারি উপ-পরিদর্শক (এএসআই) বলে জানাগেছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুল মোস্তফা বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, জেলা ডিবিতে কর্মরত আনোয়ার হোসেনকে নগর ডিবির একপি টিম প্রাইভেটকার সহ গ্রেফতার করেছে। এসময় তার হেফজতে থাকা একহাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সন্ধ্যায় আনোয়ার হোসেনকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে নগর গোয়েন্দা পুলিশের এএসআই মোমিনুল হাসান বাদি হয়ে মামলা দায়ের করেছেন।
এদিকে নগর ডিবি অফিসের কোন কর্মকর্তা এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি। তবে সুত্র জানিয়েছে, গোয়েন্দা পুলিশ এএসআই আনোয়ার কক্সবাজার থেকে প্রাইভেট কার চালিয়ে চট্টগ্রামে আসার পথে গোপন খবরের ভিক্তিতে নগর গোয়েন্দা পুলিশের একটি টিম তার গাড়ী থামিয়ে তল্লাশী চালাতে এক হাজার ইয়াবা পাওয়া যায়।