
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিজ বসতঘর থেকে মো.সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ১০ টায় উপজেলার মুরাদপুর ইউনিয়নের দোয়াজীপাড়া এলাকার সাইফুলের নতুন বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহত সাইফুল একই এলাকার মফিজুর রহমানের ছেলে।
স্থানীয় সুত্রে জানাগেছে, সকালে স্থানীয় লোকজন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সাইফুলের বসতরঘর থেকে উৎকট পঁচা গন্ধ পায়। বের হতে দেখেন। এতে তাদের বিষয়টি সন্দেহ জাগলে স্থানীয় ইউপি সদস্য আমজাদকে অবহিত করেন।
ইউপি সদস্য ঘটনাস্থলে ছুটে যান। তবে বসত ঘরের দরজা বন্ধ থাকায় তিনি বিষয়টি সীতাকুণ্ড থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে উপ-পরিদর্শক মোতালেব ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন। এসময় বিছানার উপর অর্ধ গলিত অবস্থায় পড়ে থাকা সাইফুলের লাশটি উদ্ধার করেন।
উপ-পরিদর্শক মো.মোতালেব বলেন, নিজ বসতঘর থেকে উদ্ধার করা লাশটি অর্ধ গলিত ছিল। ৪/৫ দিন আগে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশটি চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে।