
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার অনন্যা আবাসিক এলাকায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত হয়েছে। নিহতের নাম মো. নোমান (২৮) ।
নিহত নোমান নগর্রীর চান্দগাঁওয়ের শমসের পাড়ার মো. হাফেজের ছেলে। বুধবার দিনগত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক হামিদ পাঠক ডট নিউজকে বলেন, মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে নোমান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।