
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
জেলার সীতাকুণ্ডে উপজেলার গুল আহম্মদ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখি সংঘর্ষে কামরুল (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর সকাল ৬ টার সময় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত কামরুল খুলনা জেলার দৌলপুর এলাকার বাসিন্দা বলে পুলিশ জানায়।
কুমিরা ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, উপজেলার ছোট কুমিরা এলাকায় সকাল ৬ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকা মুখি লেইনে একটি দাড়াঁনো ট্রাককে পিছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়।এরপর একই মুখি অপর আরো একটি ট্রাক দ্বিতীয় ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মো. কামরুল (৩২) মারা যায়। তবে নিহত যুবক ট্রাকের ড্রাইভার নাকি হেলপার তা পুলিশ নিশ্চিত করে জানাতে পারেনি।
কুমিরা পুলিশ ফাড়ির এ এস আই মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত্রের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতলে প্রেরণ করি।