
চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন বিমান বন্দর সড়কের পাশে পোড়া মোবিলের স্টকে আগুন লেগে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।।
আজ বৃহস্পতিবার বেলা ১২টা ১০ মিনিটে বিমান বন্দর সড়কস্থ ১২নং ঘাটের পাশে এ আগুনের ঘটনা ঘটেছে। সৃষ্ট অগ্নিকাণ্ডে কোন ক্ষয়ক্ষতি না হলেও এলাকার মানুষ আতঙ্কিত হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
পরে ইপিজেড ও বন্দর ফায়ার ষ্টেশন থেকে মোট ৪টি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
ফায়ার সার্ভিসের ইপিজেড কন্ট্রোল রুম আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনাস্থানে থাকা ইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম পাঠক ডট নিউজকে জানায়, বিমান বন্দর সড়কের ১২নং কর্ণফুলী নদীর ঘাটের পাশে পোড়া মোবিলের ড্রাম থেকে আগুনের সূত্রপাত হয়।
তেলের আগুন নেভাতে আমাদের প্রচন্ড বেগ পোহাতে হয়েছে। তবে আশে পাশে কোন লোকালয় না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি জানান, ঘটনাস্থলে এখনো পোড়া মোবিল স্টকের মালিক না আসায় আমরা ক্ষয়-ক্ষতির পরিমান কতে হতে পারে তা জানতে পারিনি।