
চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন বড়উঠান ইউনিয়নের প্রবাসীর বাড়িতে ডাকাতির করতে গিয়ে চার নারীকে ধর্ষণের ঘটনার মূল পরিকল্পনাকারীর মো.আব্দুল হান্নান প্রকাশ হান্নান মেম্বার (৪৩)কে ৩ দিনের রিমাণ্ডে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
আজ আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমাণ্ডের আবেদন করলে চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট (৫ম) ইমরান খানের আদালত তার ৩ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক সন্তোষ কুমার চাকমা ৩ দিনের রিমাণ্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডাকাতির মূল পরিকল্পনাকারীর মো.আব্দুল হান্নান প্রকাশ হান্নান মেম্বার আদালতে হাজির কারে ৭ দিনের রিমাণ্ড ছেয়েছিলাম। আদালত ৩ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন।
এর আগে গতকাল বুধবার রাত ৮টার দিকে নগরীর কোতয়ালী থানা এলাকা থেকে হান্নান মেম্বারকে গ্রেফতার করে পিবিআই। জানাগেছে গ্রেফতারকৃত হান্নানের এক ভাই আব্দুল মান্নান পুলিশের এসআই। তিনি বর্তমানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখায় কর্মরত রয়েছেন।
গত ১২ ডিসেম্বর রাতে কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের একটি বাড়িতে গ্রীল কেটে ডাকাতি করতে গিয়ে বাড়ির চার নারীকে ধর্ষণ করে ডাকাতরা। চারজনের মধ্যে তিনজন প্রবাসী তিন ভাইয়ের স্ত্রী, অন্যজন তাদের বাড়িতে বেড়াতে আসা ননদ।