ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাঙামাটির পাহাড়ে ২৪ ঘন্টায় ৩ খুন

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

আলমগীর মানিক, রাঙামাটি জেলা প্রতিনিধিঃ
পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর এক নেতাকে হত্যার ঘটনায় প্রতিপক্ষ জনসংহতি সমিতি জেএসএস (সংস্কারপন্থী) এর দুই নেতাকে হত্যা করা হয়েছে। মাত্র ২৪ ঘন্টা সময়ের মধ্যে এক খুনের বদলায় খুন করা হয়েছে আরো দুইজনকে।

নিহতরা হলেন ইউপিডিএফ কর্মী জনি তঞ্চঙ্গ্যা (৪০), জনসংহতি সমিতির (এমএন লারমা) কর্মী পঞ্চায়ন চাকমা ওরফে সাধন চাকমা (৩০) ও কালোময় চাকমা (২৯)।

এর মধ্যে পঞ্চায়ন চাকমার বাড়ি নানিয়ারচর উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের মগাছড়া গ্রামে এবং তিনি শশী বিকাশ চাকমার ছেলে। কালোময় চাকমার বাড়িও একই এলাকায়।

এদিকে কালোময় চাকমাকে হত্যা করে তার লাশ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ। তিনি জানান, বুধবার দুপুরে সোয়া ১টার দিকে নানিয়ারচর উপজেলার ২ নম্বর সাবেক্ষ্যং ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় ইউপিডিএফ সদস্য জনি তঞ্চঙ্গাকে গুলি করে হত্যা করে একদল সশস্ত্র সন্ত্রাসী। ইউপিডিএফ এর পক্ষ থেকে এই হত্যার ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (এমএন লারমা) দায়ীকরা হলেও নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান ও জেএসএস এমএনলারমা গ্রুপের প্রভাবশালী নেতা এ্যাডভোকেট শক্তিমান চাকমা এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা হত্যার রাজনীতিতে বিশ্বাস করিনা। এসব ইউপিডিএফের মিথ্যা অপপ্রচার ও রাজনৈতিক ষ্ট্যান্ডবাজি। চেয়ারম্যান অভিযোগ করে বলেন হত্যা, গুম, খুনের রাজনীতি করে ইউপিডিএফ।

এদিকে, ইউপিডিএফ এর নেতা জনি তঞ্চঙ্গ্যাকে হত্যার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সাধন চাকমা নামে সংস্কারপন্থী জেএসএস এর এক নেতাকে অপহরণ করে নিয়েগিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে প্রতিপক্ষের সশস্ত্র সন্ত্রাসীরা। বুধবার বিকেলে সাধন চাকমা শশুর বাড়িতে বেড়াতে গিয়ে হত্যাকান্ডের শিকার হন। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই একই সংগঠনের অপর নেতা কালোময় চাকমাকে ইউপিডিএফ এর সশস্ত্র সন্ত্রাসীরা তুলে নিয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যেই কালোময় চাকমাকে হত্যা করা হয় জানিয়ে এমএন লারমা গ্রুপের নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা দাবি করেন ইউপিডিএফ এর সন্ত্রাসীরা এই হত্যাকান্ড ঘটিয়েছে।

নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তিনজন নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা নিহত দুই জনের লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছি। তাদেরকে রাঙামাটি জেনারেল হাসপাতালে পোষ্টমটেম করে একজনের লাশ পরিবারের সদস্যদের বুঝিয়ে দেওয়া হয়েছে। অপরজনের স্বজনদের কোনো ঠিকানা পাওয়া না যাওয়ায় আঞ্জুমানে মফিদুল ইসলামের নিকট বেওয়ারিশ হিসেবে সেই লাশটি বুঝিয়ে দেওয়া হয়েছে।

আব্দুল লতিফ জানান, আমরা সর্বশেষ হত্যাকান্ডের শিকার কালোময় চাকমার লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি বলেন আমরা লাশ উদ্ধার করতে যাওয়ার আগেই লাশটি পুড়িয়ে ফেলা হয়েছে। কে বা কাহারা লাশ পুড়লো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সেই বিষয়টি তদন্ত করে আমরা পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো। উক্ত তিনটি হত্যাকান্ডের ঘটনায় নিহতদের পরিবারগুলোর পক্ষ থেকে নানিয়ারচর থানায় লিখিত অভিযোগ দায়ের করতে আসেনি জানিয়ে ওসি জানান, তারপরও উক্ত তিন হত্যার ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print