ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নগরীতে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত “ক্লিক ঈদ ফ্যাশন”

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বৈশাখী ঝড়ো বাতাস ও প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে আলোঝলমল মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের প্রথম পূর্নাঙ্গ লাইফস্টাইল অ্যান্ড বিজনেস ম্যাগাজিন ক্লিক’ সপ্তম সংখ্যার মোড়ক উম্মোচন ও ঈদ ফ্যাশন শো-২০১৮।

বৃহস্পতিবার (১০ মে ) সন্ধ্যায় নগরীর শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে এই আয়োজনের উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. এস এম মনির উজ জামান, বিশেষ অতিথি ছিলেন ফার্মিক গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ডা.আহমেদ রবিন ইস্পাহানী, খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী, চট্টগ্রাম রেঞ্জ’র অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম সোনিয়া, এয়াকুব গ্রুপের চেয়ারম্যান মোঃ এয়াকুব হোসেন, জুনিয়র চেম্বার চট্টগ্রাম কসমোপলিটন’র সভাপতি মাশফিক আহমেদ রুশাদসহ প্রমূখ।

.

ক্লিক’র সপ্তম সংখ্যার মোড়ক উম্মোচন করতে গিয়ে প্রধান অতিথি ড. এস এম মনির উজ জামান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সেই গতিতে সব কিছুই এগিয়ে যাবে। কর্ম পাগল মানুষ তাদের কাজের মাধ্যমে সমাজে অবস্থান সৃষ্টি করে। তাদের কর্মের মাধ্যমে অগ্রযাত্রা অব্যাহত থাকবে। তিনি বলেন, বুটিক শিল্প সৃজনশীল একটি শিল্প মাধ্যম। আগামীতে এ শিল্পের আরও প্রসার ঘটবে।

তিনি আরও বলেন, পিছিয়ে পড়া এই শিল্পমাধ্যমের কাজের গড়ি ফিরিয়ে আনতে বুটিক শিল্পের সাথে জড়িত ফ্যাশন ডিজাইনার ও উদ্যোক্তাদের উৎসাহিত করতে ক্লিক যে আয়োজন করেছে তা অতুলনীয়।

এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, চট্টগ্রাম থেকে এমন মানসম্পন্ন ম্যাগাজিন সত্যিই প্রশংসার দাবীদার। সামনের দিনে ক্লিক উত্তরোত্তর সমৃদ্ধি নিয়ে পাঠক মহলে সমাদৃত হবে। তিনি সম্পাদনা পরিষদকে প্রতি মাসে ক্লিক ম্যাগাজিন নিয়মিত প্রকাশের আহবান জানান।

প্রধান সম্পাদক নিয়াজ মোর্শেদ এলিট সভাপতির বক্তব্যে বলেন, ক্লিকের আগে কেউ এমন সৃষ্টিশীল চিন্তার বাস্তবায়ন করতে পারেনি। ক্লিক চট্টগ্রামের প্রতিনিধিত্ব করে, তারুণ্যেরও প্রতিনিধিত্ব করে। মাননীয় প্রধানমন্ত্রী শেষ হাসিনার ভিশন-২০৪১ বাস্তবায়নে ক্লিক তরুণ সমাজকে উদ্দীপ্ত করতে কাজ করছে।  শুভেচ্ছা বক্তব্যে রাখেন ক্লিক সম্পাদক জালাল উদ্দিন সাগর।

ক্লিক ঈদ ফ্যাশন অনুষ্ঠানে বর্ণাঢ্য ফ্যাশন শোতে চট্টগ্রামের উদীয়মান মডেলদের সাথে মঞ্চে হাঁটেন এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন’র ৮জন শিক্ষার্থী। নেপাল, ভূটান, মালদ্বীপ, শ্রিলংকা, আফগানিস্তানসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের অংশগ্রহনে ফ্যাশন শো চট্টগ্রামে প্রথম বলে জানিয়েছেন আয়োজক সংস্থা বিন্দু অ্যাড এ্যান্ড ইভেন্টম্যানেজমেন্ট।

ক্লিক ঈদ ফ্যাশন শো’তে ঢাকা-চট্টগ্রামের ১৩টি ফ্যাশন হাউজের বর্ণিল পোশাকে ৯টি ফ্যাশন কিউ এবং ৬টি দলীয় নৃত্যে অংশগ্রহণ করেন দেশের খ্যাতনামা মডেলরা। এছাড়া অনুষ্ঠানে সৃজনশীল নৃত্য পরিচালনা করেন, নৃত্যশিল্পী সেতু বিশ্বাস, উমীর্লা, জাহিদ হোসেন, অভ্র ।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print