সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সীতাকুণ্ড মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননার প্রতিবাদে এবং মুক্তিযোদ্ধা পরিবারের স্থায়ী অধিকার সংরক্ষন আইনের সাংবিধানিক স্বীকৃতি প্রদানসহ ৮ দফা দাবিতে মানববন্ধন করেছে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারবৃন্দ।
আজ (১৪মে) সোমবার সকাল সাড়ে ১০টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলিম উল্যাহ ভূঁইয়া। ৮ দফা দাবি প্রসঙ্গে তিনি সাংবাদিকদের জানান, সীতাকুণ্ডের বীর মুক্তিযোদ্ধারা ও মুক্তিযোদ্ধা পরিবার মিলে দাবী আদায়ের লক্ষ্যে মানবন্ধন করেছি। দাবী সমূহ হলো- কোটা নয়, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের স্থায়ী অধিকার সংরক্ষন আইন ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করতে হবে।
সকল যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করতে হবে এবং রাজাকার, আলবদর, আল-শামস এর পূর্ণাঙ্গ তালিকা করতে হবে এবং আইন করে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। যুদ্ধাপরাধীদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং তাদের নাগরিকত্ব বাতিল করতে হবে। যুদ্ধাপরাধীদের ও জামাত-শিবিরের সন্তান, নাতি-নাতনিদের চিহ্নিত করে সরকারী, আধা সরকারী, স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠান থেকে অপসারন করতে হবে।
প্রশাসনে স্বাধীনতা বিরোধী বংশধরদের অনুপ্রবেশ আইন করে নিষিদ্ধ করতে হবে। যে সকল মুক্তিযোদ্ধার সন্তান ১৯৯৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরও চাকুরীতে ষড়যন্ত্ররে কারনে নিয়োগ হয় নাই তাদের দ্রুত নিয়োগ প্রদান করতে হবে সহ মোট ৮টি দাবীতে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।