
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, ‘প্রত্যেক ধর্মের নামেই জঙ্গিবাদ আছে। কিন্তু কোন ধর্মেই জঙ্গিবাদের স্থান নেই। এ জঙ্গিবাদ শুধুমাত্র ধর্মকে ব্যবহার করেই প্রসারিত হচ্ছে। তাই ধর্মের সঠিক ব্যাখ্যা আমাদের প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।’
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ (সিআইএমসি) ও চট্টগাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের (সিআডিসি) উদ্যোগে জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী কমিটির সাধারণ সভায় সভাপতির বক্তব্যে চবি উপাচার্য এসব কথা বলেন। তিনি বলেন, ‘ইসরাইল এক ধরনের ঔষধ তৈরি করেছে।
এসব ঔষধ তরুণদের সেবন করে আইএস নামে জঙ্গি সংগঠনের কর্মীরা মানুষ হত্যা করছে। এটি এমন এক ঔষধ, যেটি খাওয়ার পর বাবা-মায়ের পরিচয়ও মনে রাখার ক্ষমতা হারিয়ে ফেলে। তখন তাদের যা বোঝানো হয় তা বুঝে মানুষকে হত্যা করছে।
ভিসি বলেন, সাইট ইন্টালিজেন্স নামে যে সাইটে আইএস’র তথ্য পাওয়া যাচ্ছে তা ইসলাইলের এক ইহুদি নাগরিক পরিচালনা করে থাকে। এ কারণে আমাদের সন্দেহ জাগে। আইএস আসলে কাদের সৃষ্টি।’
সিআইএমসি ও সিআইডিসি’র গভর্ণিং বোর্ডের চেয়ারম্যান হিসেবে চবি উপাচার্য বলেন, ‘চবির অধিভুক্ত যে কোন বিভাগ ও প্রতিষ্ঠানে কোন মওদূদী, গোলাম আযমদের ধর্ম নিয়ে উস্কানীমুলক বই রাখা যাবেনা। থাকলে সরিয়ে ফেলুন। ক্লাস শুরুর আগে মেটালডিক্টের দিয়ে ক্লাসরুম পরীক্ষা করুন। পাঠদান শুরুর আগে ক্লাস অন্তত ৫ মিনিট এই জঙ্গিবাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন করুন।’
এসময় উপস্থিত ছিলেন সিআইএমসি ও সিআইডিসি’র গর্ভণিং বডির সদস্য ও ট্রাস্ট প্রতিনিধি মোহাম্মদ নুরুল্লাহ, সিআইএমসির অধ্যক্ষ আমির হোসেন, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ ডা. মুসলিম উদ্দিন সবুজ ও উপ-পরিচালক ডা. মনিরুল আলম প্রমুখ