ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে ঈদ নিরাপত্তায় ৫ হাজার পুলিশ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর আইন-শৃংখলা স্বাভাবিক ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম। অন্যদিকে ঈদ পূর্ববর্তী দিন ও পরবর্তী কদিনসহ নগরীতে জনগণের সর্ব্বোচ্চ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার চ্যালেঞ্জ নিয়ে অর্পিত দায়িত্বভার গ্রহণ করেছেন সিএমপির নতুন কমিশনার মো. মাহবুবুর রহমান।

মঙ্গলবার ১২টার দিকে নগরীর লালদিঘীর পাড়ে সিএমপি কার্যালয়ে এসে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার পদে দায়িত্ব গ্রহণ করেন মো. মাহবুবুর রহমান। এসময় উপস্থিত গণমাধ্যমের কাছে নগরীর আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখায় তার চ্যালেঞ্জ বলে সাফ জানিয়ে দেন। তাছাড়া চলমান মাদক বিরোধী অভিযান আরো জোড়ালো এবং জঙ্গি দমনে অব্যাহত অভিযান পরিচালনা করার কথাও জানিয়েছেন নতুন এ কমিশনার। তবে সেক্ষেত্রে তার প্রথম লক্ষ্য ও উদ্দ্যেশ্য থাকবে সিএমপির চেইন অব কমান্ড ঠিক রাখা।

.

এর আগে নতুন কমিশনারকে ফুল দিয়ে বরণ করে নেন সিএমপির উর্ধ্বতন কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্তি কমিশনার (প্রশাসন) মাসুদ-উল-হাসান, অতিরিক্তি কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান ও অতিরিক্তি কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম। পরে গার্ড অব অনার গ্রহণ করেন সিএমপির নতুন দায়িত্ব প্রাপ্ত কমিশনার মো. মাহবুবুর রহমান।

২৭ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব ফারজানা জেসমিন স্বাক্ষরিত এক আদেশে সিএমপি কমিশনার পদে নিয়োগ দেওয়া হয় মাহবুবুর রহমানকে। এর আগে তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রশাসনের কাছে চট্টগ্রাম চেম্বারের আহবানঃ
মঙ্গলবার দুপুরে চেম্বার হতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম প্রশাসনের কাছে আহবান জানিয়ে বলেন, বিগত কয়েক বছরের ন্যায় এবারও রমজানে শপিং মল, মার্কেট ও নগরীর ব্যস্ততম এলাকাসমূহে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। নগরবাসী নির্বিঘœ ও নিরাপদ পরিবেশে পবিত্র রমজান মাস পালন করেছেন। একইভাবে মানুষ পবিত্র ঈদ উদযাপন করতে পারবেন বলে তিনি প্রত্যাশা করেন। তাই যে কোন ধরণের অনাকাংখিত পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা প্রয়োজন বলে তিনি অভিমত ব্যক্ত করেন। একই সাথে নাগরিকদের সচেতন থাকার উপরও গুরুত্বারোপ করেন মাহবুবুল আলম।

স্বাভাবিক আইন-শৃংখলা পরিস্থিতি বহাল রাখার অনুরোধ জানিয়ে চেম্বার সভাপতি রেলওয়ে স্টেশন ও বাস টার্মিনালগুলোতে চুরি, ছিনতাই, মলম পার্টি ইত্যাদি অপরাধ নিয়ন্ত্রণে নিরাপত্তায় নিয়োজিত সদস্য সংখ্যা বৃদ্ধি এবং ঈদ উপলক্ষে বৃহত্তর চট্টগ্রামের আন্তঃজেলা মহাসড়ক ও নগরীর অভ্যন্তরীণ সড়কসমূহ ব্যবহারকারী ঘরমুখো মানুষকে যানজট ও দুর্ভোগ থেকে রক্ষা করতে হাইওয়ে পুলিশ ও ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্টদের আন্তরিক প্রচেষ্টার অনুরোধ জানান।

ঈদের আগে ও পরে সরকারী ছুটির কারণে শিল্পকারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিভিন্ন মার্কেট ও অফিস আদালত বন্ধ থাকার সময় ডাকাতি, লুটপাট ইত্যাদি প্রতিহত করার লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে মাহবুবুল আলম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। চেম্বার সভাপতি পরিচালকমন্ডলীর পক্ষে চট্টগ্রামের প্রশাসন, পুলিশ, র‌্যাবসহ আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী, ব্যবসায়ী এবং সর্বস্তরের জনগণের প্রতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করেন।

ঈদে নিরাপত্তায় ৫ হাজার পুলিশ :
সোমবার রাতে ঈদুল ফিতরকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরবাসীর নিরাপত্তার বিষয়ে কথা বলেন চট্টগ্রাম মেট্রোপলিটন তিনি জানিয়েছেন, এবারের ঈদ জামাতের সর্ব্বোচ্চ নিরাপত্তা ও ঈদের ছুটিতে ফাঁকা নগরীর বাসা-বাড়িতে চুরি-ডাকাতি ঠেকানোসহ সার্বিক নিরাপত্তার সিএমপিতে প্রায় ৫ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। আবাসিক এলাকায় সর্ব্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়ে সেখানে সার্বক্ষণিক মোটরসাইকেলে করে টহল টিম থাকবে বলে জানিয়েছেন তিনি। এছাড়া পোশাকধারী এবং সাদা পোশাকে ঈদ জামাতগুলোকে বিশেষ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে প্রশাসন। তবে জনগণকেও একটু সচেতন হতে পরামর্শ দিয়ে ঈদে ফাঁকা বাসায় স্বর্ণালঙ্কার, টাকা ও মূল্যবান জিনিসপত্র না রাখার জন্য অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অতিরিক্তি কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print