
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে গড়া একটি সংগঠন। তারেক রহমানের নির্দেশে জিয়াউর রহমান ফাউন্ডেশন প্রতিটি জেলায় আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রতি বছর ঈদ আসলেই তারেক রহমান বিএনপির ত্যাগী ও আন্দোলন সংগ্রামে নিহত পরিবারের খোজ খবর নেন। তাদের জন্য ঈদ উপহার পাঠান। এবারও তার ব্যাতিক্রম হয়নি।
তিনি আজ ১২ জুন মঙ্গলবার দুপুরে দলীয় কার্যলয় নাসিমন ভবনে জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার উদ্যোগে আন্দোলন সংগ্রামে নিহত ও ত্যাগি নেতাদের মৃত পরিবারের মাঝে তারেক রহমানের ঈদ কার্ড, আর্থিক অনুদান, ঈদ সামগ্রী বিতরণকালে সভাপতি বক্তব্য এসব কথা বলেন।
শাহাদাত বলেন, এবার শুধু খোঁজ খবরই নেননি, তাদের জন্য ঈদ কার্ডও পাঠিয়েছেন। তারেক রহমান দলের ত্যাগী নেতা কর্মীদের পাশে আছে ও থাকবে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে তারেক রহমানের পক্ষ থেকে আন্দোলন সংগ্রামে নিহত ও ত্যাগি পরিবারকে ঈদ কার্ড, আর্থিক অনুদান ও ঈদ সামগ্রী প্রদান করা হয়।
তিনি আরো বলেন, দেশ ও জাতির কল্যাণে রাজনীতিবিদদের কাজ করা উচিত। চট্টগ্রাম আজ জলাবদ্ধতার শহরে পরিণত হয়েছে। আওয়ামীলীগ দীর্ঘ ১০ বছর ধরে রাষ্ট্রীয় ক্ষমাতায় থেকেও চট্টগ্রামের প্রতি বিমাতাসুলভ আচরণ করছে। আজকে চকবাজার, বাকলিয়া, বহদ্দারহাট, হালিশহরসহ বিভিন্ন এলাকার হাজার হাজার পরিবার পানি বন্দি। তাদের ঈদ আনন্দ আজ পানিবন্দি হয়ে পড়েছে।
ঈদ সামগ্রী বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম ইউসুফ, চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন নগর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সারওয়ার আলম, ডা. মোঃ ফয়েজুর রহমান, ডা. বেলায়ত হোসেন ডালি, ডবলমুরিং থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাদশা মিয়া, নগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম স্বপন, সহ দপ্তর বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী, সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক সালাউদ্দিন লাতু, নগর ছত্রদলের সহ সভাপতি জিয়াউর রহমান জিয়া সহ প্রমূখ নেতৃবৃন্দ।
উল্লেখ্য আন্দোলন সংগ্রামে নিহত ত্যাগী বিএনপি নেতা মরহুম মোঃ আলী, মরহুম বদরুল আলম, মরহুম জালাল উদ্দিন সোহেল, মরহুম হুমায়ুন কবির, মরহুম শওকত ইসলাম বিটু, মরহুম সাবেক কমিশনার আব্দুল কাদের মিলন, মরহুম সাখাওয়াত হোসেন সাগর, মরহুম উমর ফারুুক ইসহাক, মরহুম মোঃ তুফান, মরহুম আমীর হোসেন, মরহুম আলাউদ্দিন সুমন, মরহুম নুরুল আবছার, মরহুম ফারুক, মরহুম মোঃ আলী, মরহুম ইসমাইল, মরহুম শফি, মরহুম মোঃ ইয়াকুব, মরহুম মোঃ সেঞ্জুসহ ২২ টি পরিবারের মাঝে ঈদ কার্ড, আর্থিক অনুদান ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।