এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার অস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেফতার নগরীর ৩৫নং বক্সরিহাট ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগরে সহ-সভাপতি এহতেশামুল হক ভোলাকে ফের রিমাণ্ডে নিয়েছে পুলিশ।
মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেম মোহাম্মদ নোমানের আদালত তার দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। এর আগে নগর ডিবি পুলিশ তাকে ১০ দিনের রিমাণ্ডের আবেদন জানায়।
এর আগে গত ১০ জুলাই ভোলা ও তার সহযোগি মনিরকে ৩ দিনের রিমাণ্ডে নিয়েছিলেন বাকলিয়া থানা পুলিশ।
সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী ভোলার ১০ দিনের রিমাণ্ডে চেয়ে গোয়েন্দা পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত আজ শুনানী শেষে তাকে ২ দিন জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন।
৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি’র মোড় দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে মিতু হত্যার পর গত ২৭ জুন রাতে নগরের বাকলিয়া এলাকা থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা ভোলাকে গ্রেফতার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে মনিরকে গ্রেফতার করা হয়। মনিরের কাছ থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও ছয়টি গুলি উদ্ধার করা হয়। এর মধ্যে একটি পিস্তল মাহমুদা হত্যায় ব্যবহার করা হয়েছে।