
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার নিউ মার্কেট এলাকার জলসা মার্কেটে ব্যবসায়ি মো. শাহজালাল ফরহাদ (২৫) হাত পা বেধেঁ নিজ প্রতিষ্ঠানেই হত্যা করা হয়। পুলিশ ও আশে পাশের ব্যবসায়িদের ধারণা ফরহাদের ঘনিষ্ট্য বন্ধুই তার খুনি। মাসুদ নামে ঐ বন্ধু ঘটনার পর থেকে পালাতক রয়েছে।
রবিবার সকালে পুলিশ জলসা মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত বিসমিল্লাহ কফি শপের ভীতর থেকে বস্তা দিয়ে ঢাকা ফরহাদের লাশ উদ্ধার করা হয়। এর পরপরই পুলিশ এবং সিআইডি’র দুটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।
রেয়াজুদ্দিন বাজারের জলসা মার্কেটের ক্ষুদ্র কারাখানা মালিক সমিতির সেক্রেটারী রফিকুল ইসলাম বলেন, শনিবার সকাল ১০টা পর্যন্ত ফরহাদের কফি শপ খোলা ছিল। সারা দিন দোকানদারী করে রাতে দোকানেই ঘুমাতেন তিনি। তাঁর সাথে মাসুদ নামের তার এক ঘনিষ্ট বন্ধুও থাকতেন প্রায়ই সময়। নিহত ফরহাদের গ্রামের বাড়ি ফেনী জেলায়।
শনিবার বিকাল থেকে ফরহাদের কোন খোঁজ পাচ্ছিলো না তার ভাই। সারা রাত অপেক্ষার পর সকালে দোকানে এসে দেখে দোকানের বাইরে থেকে সাঁটারে তালাবদ্ধ। তখন তার বোনের কাছ থেকে তালার দ্বিতীয় চাবিটি এনে সকাল সাড়ে আট টায় তালা খুলে ভিতরে প্রবেশ করে দেখে দোকানের একপাশে বস্তা দিয়ে ঢাকা ফরহাদের লাশ।
এসময় বিষয়টি উক্ত মার্কেটের মালিক সমিতির প্রচার সম্পাদক সবুজকে জানালে সবুজ সমিতির অন্যান্য নেতৃবৃন্দকে ডেকে আনেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলেমান বলেন বিষয়টি মার্কেটের লোকজন তাঁকে জানালে তিনি কোতোয়ালি থানায় খবর দেন । এর পর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

জলসা মার্কেটের ক্ষুদ্র কারখানা মারিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন বলেন, ফরহাদ গত ৬মাস থেকে কফি শপটি চালাচ্ছে। এর আগে তিনি পাশের আরেকটি কুলিংকর্ণার চালাতো। রাতে দোকানেই থাকতেন ফরহাদ । তিনি জানান, নিহত ফরহাদের ছোট ভাই সকালে ফরহাদের বন্ধু মাসুদের মোবাইল ফোনে কল করলে তিনি ঢাকায় বলে ফোনের লাইন কেটে দেন। এর পর থেকে তার ফোনটিও বন্ধ রয়েছে। তবে ফরহাদের মরদেহ উদ্ধার বেং মাসুদে হঠাৎ করে গায়েব হওয়ার বিষয়টি রহস্য জনক বলে মনে হচ্ছে।
এ ব্যাপারে কোতোয়ালী থানার উপ পুলিশ পরিদর্শক (এস আই) তারিকুজ্জামান বলেন, ‘সকালে জলসা মার্কেটের তৃতীয় তলায় বিছমিল্লাহ কফি শপ থেকে কফি শপের মালিক ফরহাদের মরদেহ উদ্ধার করা হয়। হাত পা বাধা অবস্থায় বস্তা দিয়ে ঢাকা ছিল মরদেহটি। মাথায় পলিথিন মোড়ানো ছিল। ধারনা করা হচ্ছে শনিবার বিকালে বা রাতে তাকে হত্যা করা হয়েছে।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু জানানো যাবেনা বলে তিনি জানান।
এদিকে সিআইডির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।