
চট্টগ্রাম মহানগরীতে পৃথক দুটি দুর্ঘটনায় দুই নারী-শিশুর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে নগরীর বাকলিয়া থানা এবং কর্ণফুলি থানা এলাকায় এসব দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে বাকলিয়ার তুলাতুলী এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে জাহেদা বেগম (৩২) এবং কর্ণফুলী থানার চরপাথরঘাট এলাকায় পুকুরে ডু্বে মেহেরীনা নামে এক শিশুর মৃত্যু হয়।
পুলিশ দুটি দুর্ঘটনায় মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, দুপুর দেড়টার দিকে বাকলিয়ার রাজাখালীর এলাকার স্বর্ণা প্লাস্টিক হাউজ কাজ করার সময় জাহেদা বেগম।বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে বেলা ১টার দিকে কর্ণফুলি থানার চরপাথর ঘাটা এলাকায় খেলার করার সময় নিজ বাড়ির পুকুরে পড়ে যায় ওই শিশু মেহেরীনা (৩)। পরে থাকে উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহত শিশু মেহেরীনা একই এলাকার নেছার আহমদের মেয়ে বলে জানায় পুলিশ।