
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
জেলার বোয়ালখালীতে একটি পাকা বাড়ির সিঁড়িতে পাওয়া গেছে বিষাক্ত গোখড়া সাপের ১৮টি ডিম। এছাড়া একই স্থানে মিলেছে একটি গোখড়া সাপও।
আজ সোমবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার মধ্যম শাকপুরা লালচাঁদ বাড়ির সাংবাদিক অধীর বড়ুয়ার পাকা ঘরের সিঁড়িতে কাজ করা সময় এ সাপ ও ডিমগুলো পাওয়া যায়।
অধীর বড়ুয়া জানান, আজ সোমবার সকাল থেকে সিঁড়িতে ইটের গাঁথুনির কাজ করছিল রাজমিস্ত্রী ও তার সহযোগীরা। সকাল ১১টার দিকে সিঁড়ির মাঝে জমিয়ে রাখা পুরোনো ইটের সারি থেকে ফোঁস ফোঁস করে ফণা তুলে গোখড়া সাপ। তারা ভয় পেয়ে সাপটিকে লাটি দিয়ে মেরে ফেলেছে। পরে ইট সরিয়ে তাতে ১৮টি ডিম পাওয়া যায়।