
জেলার হাটহাজারীতে প্রেম ঘটিত ঘটনায় এক কলেজছাত্রীকে (১৮) অপহরণের পর ধর্ষণের অভিযোগে মো. আরাফাত তালুকদার আকাশকে (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় ধর্ষিতা কলেজছাত্রীর পিতা বাদি হয়ে আজ শনিবার হাটহাজারী মডেল থানায় এ মামলা তায়ের করেন।
এর আগে গতকাল শুক্রবার (৩১আগষ্ট) বিকালে পুলিশের সহযোগিতায় ধর্ষণ ও অপহরণের এ ঘটনায় অভিযুক্তকে আটক ও কলেজছাত্রীকে উদ্ধার করা হয়। আটক আকাশ পার্শ্ববর্তী রাউজান উপজেলার গহিরা কোতোয়ালি ঘোনার লোকমান সওদাগর বাড়ির লোকমান সওদাগরের পুত্র।
কলেজছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, কলেজছাত্রীটির বাড়ি হাটহাজারী উপজেলায়। সে নগরীর একটি কলেজে অনার্সে অধ্যয়ন করছে। তাদের মধ্যে আগে থেকে সম্পর্ক ছিল। কলেজছাত্রীটি হাটহাজারী থেকে গত ৪আগষ্ট কলেজে যাওয়ার সময় হাটহাজারী বাসস্টেশন এলাকায় আকাশ তাকে ফুসলিয়ে অপহরণ করে মেখল রোড়ের জনৈক আনোয়ারা বেগমের ভাড়া বাসায় নিয়ে যায়।
ঘরে ফিরে না আসায় ও মেয়ের কোন সন্ধান না পেয়ে তার পিতা ৫আগষ্ট হাটহাজারী মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি (নং-৩০৮) রুজু করেন। কলেজছাত্রীটিকে ঘরে বন্ধি করে আকাশ তার অজ্ঞাতনাম ২/৩জন সহযোগির সহযোগিতায় একাধিকবার ধর্ষণ করে।
গতকাল শুক্রবার(৩১আগষ্ট) মেয়েটি তার মাকে ফোনে বিষয়টি জানালে মা বিষয়টি থানা পুলিশকে অবহিত করে। পরে থানা পুলিশের সহযোগিতায় মেখল রোড়ের আনোয়ারা ভাড়া বাসা থেকে মেয়েটিকে উদ্ধার ও আকাশকে আটক করা হয়।
থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) শামিম শেখ জানান, মেয়েটি ডাক্তারি পরিক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। তাকে ২২ধারায় বক্তব্য উপস্থাপনের জন্য আদালতে উপস্থাপন করা হয়েছে। অভিযুক্ত আকাশকে আদালতে প্রেরণ করা হয়েছে। তার সহযোগিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।