
চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকায় আগুনে দগ্ধ হয়ে ঘুমন্ত দোকান কর্মচারী নিহত হয়েছে। নিহতের নাম মো. সোহেল (১৯)।এসময় আগুণে পুড়ে গেছে ১৯টি বসতঘর ও একটি দোকান।
শুক্রবার (০৭ সেপ্টেম্বর) মধ্যরাতে আমিন জুট মিল এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী বলেন, অগ্নিকাণ্ডের সময় অগ্নিদগ্ধ হয়ে দোকানে ঘুমন্ত অবস্থায় একজন নিহত হয়েছে।নিহত সোহেল তালাবদ্ধ অবস্থায় দোকানে ঘুমাচ্ছিলো। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দু’টি গাড়ী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।