
ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্প অনুভূত হয়েছে নারায়ণগঞ্জ, রাজশাহী, নাটোর, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, নীলফামারী, দিনাজপুর, লালমনিরহাট ও পঞ্চগড়ও। রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিলো ৫ দশমিক ৬।
বুধবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।তবে এই ভূমিকম্পে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল উত্তর-পূর্ব ভারতের আসামে। এতে আসাম সংলগ্ন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। ভূপৃষ্ট থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ১০ কিলোমিটার গভীরে।
নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম আবহাওয়া অফিসের এক কর্মকর্তা পাঠক ডট নিউজকে বলেন, চট্টগ্রামেরও ভূমিকম্প হয়েছে। তবে ঢাকা থেকে আমাদের কোন সিগনাল দেইনি। তাই বিস্তারিত বলতে পারছিনা।