
চট্টগ্রামের নগরীর হালিশহর থানা এলাকা থেকে ছাত্রশিবিরের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা বোমা বিশষজ্ঞ বলে দাবী করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, নাজিম উদ্দিন চৌধুরী, মোঃ আবুল বশর @সবুজ ও আব্দুল হান্নান (২৭)।
শনিবার রাতে এ-ব্লক বহুরূপী মাঠের দক্ষিণ-পূর্ব কোণ থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার এসএম মোস্তাইন হোসেন বলেন, অভিযান পরিচালনা করে ৫০০(পাঁচশত) গ্রাম কালচে রংয়ের ঝাঁঝালো বারুদের গন্ধযুক্ত পাউডার জাতীয় বিস্ফোরক দ্রব্য ও ৫০০ (পাঁচশত) গ্রাম ছোট ধাতব বল সহ ০৩ আসামীকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায়, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার গুনবতী এলাকার ছাত্র শিবিরের সাবেক সভাপতি আবু সাঈদের নির্দেশে গ্রেফতারকৃত আসামীরা ও তাদের সহযোগী আরো কয়েকজন সহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্থ করার লক্ষ্যে বোমা তৈরীর জন্য উল্লেখিত আলামত সমূহ সংগ্রহ করে। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, ছাত্র শিবিরের সাবেক সভাপতি আবু সাঈদের নির্দেশে তাদের সর্বমোট ২০ কেজি গোলাবারুদ সংগ্রহের পরিকল্পনা ছিল। আসামী নাজিম উদ্দিন চৌধুরী @ বোমা নাজিম (৩৮) একজন বোমা তৈরির বিশেষজ্ঞ বলে স্বীকার করে। বোমা তৈরিতে দক্ষতার কারণে সে তার এলাকায় বোমা নাজিম নামে পরিচিত। তার বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় বিষ্ফোরক আইন ও বিশেষ ক্ষমতা আইন সহ বিভিন্ন ধারায় ০৪টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে হালিশহর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।
তবে গ্রেফতারকৃতরা ছাত্রশিবিরের কেউ নয় বলে জানিয়েছে ছাত্রশিবির। নগর দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি হাসান আবদুল্লাহ বলেন, ছাত্রশিবিরের সুনাম নষ্ট করার জন্য পুলিশ মিথ্যা তথ্য দিচ্ছে। গ্রেফতারকৃতরা আমাদের কেউ নয়।