
জেলার পটিয়া উপজেলায় আগুনে পুড়ে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যি হয়েছে।
গতকাল মঙ্গলবার (৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের লাখেরা গ্রামে এ ঘটনা ঘটেছে। এসময় আগুনে চারটি বসতঘর যায়।
নিহত যুবকের নাম হিনু বড়ুয়া (২৮) বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। তিনি একই এলাকার প্রদীপ বড়ুয়ার ছেলে।
এদিকে বসতঘরে আগুন লাগার বর পেয়ে পটিয়া ষ্টেশন থেকে ফায়ার সার্ভিসের একটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোমেন বড়ুয়া বলেন, রাত ১১টা ৩৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পাই। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে মৃত প্রদীপ বড়ুয়ার ঘর থেকে তাঁর বুদ্ধিপ্রতিবন্ধী ছেলের পুড়ে যাওয়া লাশ উদ্ধার করা হয়। লাশটি কালারপুল পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।
কালারপুল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হানিফ বলেন, ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।