ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চমেক হাসপাতালে অগ্নিদুর্ঘটনার মহড়া দিল ফায়ার সার্ভিস

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিদুর্ঘটনা ঘটলে সহজে উদ্ধার কাজ এবং তাৎক্ষনিক করনীয় বিষয়ে এক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার  সকালে হাসপাতালে ৩য় ও চতুর্থ তলায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটলে উদ্ধার কাজ কিভাবে হবে তা মহড়ার মাধ্যমে দেখানো হয়।

এসময় কৃত্রিম আগুন সৃষ্টি করে আগুন নিয়ন্ত্রণে ফায়ার স্টেশনের ৭টি ইউনিটের শতাধিক কর্মীকে কাজ করতে দেখা যায়।

অগ্নি নির্বাপণে সম্প্রতি আনা অত্যাধুনিক কিছু যন্ত্রপাতিও ব্যবহার হয় এ ঘটনায়। আগুন লাগার পর দ্রুত সময়ের মধ্যে হাসপাতালের বিভিন্ন ইউনিটের রোগীদের নিরাপদে সরিয়ে নিচ্ছে ফায়ার সার্ভিস কর্মী। আগুন নিয়ন্ত্রণে এলেও রয়ে গেছে ধোঁয়ার কুন্ডলি। হাসপাতালের ৩য় ও ৪র্থ তলায় আগুনের ঘটনায় হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে ব্যস্ত রয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে ফায়ার সার্ভিস ইউনিটের অগ্নি নির্বাপণ মহড়া ছিল মাত্র। মহড়ায় অংশ নিয়েছে বাহিনীটির ৭টি ইউনিট। প্রশিক্ষনার্থীসহ শতাধিক কর্মী অংশ নেন এ মহড়ায়। নিজেদের কর্মী বাহিনীর অভিনয়ের মাধ্যমে জনসাধারণকে সচেতন করতে নানান প্রযুক্তি তুলে ধরা হয় এ মহড়ায়। এসময় মহড়া দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভিড় করেন সাধারণ মানুষ।

শনিবার সকালে চমেক হাসপাতালের ৩য় ও ৪র্থ তলায় এবং হাসপাতাল প্রাঙ্গণে এই মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় অগ্নিকান্ডের ঘটনা ঘটলে তাৎক্ষনিক করণীয় এবং ভূমিকম্পের সময় দুর্যোগ মোকাবেলার বিভিন্ন পন্থা অভিনয়ের সহিত প্রদর্শিত হয়।

মহড়ায় নেতৃত্ব দেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী। তিনি বলেন, তিনতলায় এবং নিচে কৃত্রিম আগুন লাগিয়ে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনার দৃশ্যপট আমরা তৈরি করেছি। অগ্নি দুর্ঘটনায় উদ্ধারের সময় কম ধোঁয়ায় রোগীদের নিরাপদে নামিয়ে আনার দৃশ্য মহড়ায় দেখানো হয়েছে।

মহড়ায় অটোস্কেপ, স্নোকেল গাড়ি, স্কাইলিপ রশিসহ বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করা হয়। মহড়ার নেতৃত্বে ছিলেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী। এসময় উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মহসেন উদ্দীন।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print