ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বেগম জিয়ার জীবন নিয়ে সরকার মহাচক্রান্তে লিপ্ত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা: শাহাদাত হোসেন বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বানোয়াট মামলায় অন্যায় ভাবে সাজা দিয়ে কারাবন্দি করে রাখা হয়েছে। প্রহসনের বিচারিক প্রক্রিয়ায় তাকে কারাগারে আটকিয়ে রেখে তাকে মানসিক ও শারীরিক যন্ত্রণা দেওয়া হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। তার ব্যক্তিগত চিকিৎসকগণ ও বিএনপির পক্ষ থেকে বার বার বিশেষায়িত ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার দাবি জানালেও সরকার তাকে জোর করে পিজি হাসপাতালে ভর্তি করেছে। সেখানে তাকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না। তার শারীরিক পরিস্থিতি ভয়ংকর খারাপের দিকে যাচ্ছে। বেগম খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যাপারে সরকার নির্বিকার।

২০ এপ্রিল শনিবার নগরীর লাভ লেইনস্থ সিএমইউজে মিলনায়তনে বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবিতে চট্টগ্রাম উত্তর জেলা দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সমাবেশে গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে অবহেলা চলছে অভিযোগ করে ডা: শাহাদাত বলেন, বেগম জিয়ার জীবন নিয়ে সরকার মহাচক্রান্তে লিপ্ত রয়েছে। ইউনাইটেড হাসপাতালের উন্নত মানের চিকিৎসার দাবি উপেক্ষা করে সরকার তাকে পিজিতে নিয়ে যাওয়া দুরভিসন্ধিমূলক। পিজি হাসপাতালে তার যথাযথ চিকিৎসা হচ্ছে না। তারপরও জবরদস্তীমূলকভাবে বেগম খালেদা জিয়াকে পিজিতে চিকিৎসার জন্য নেওয়া সরকারের সুপরিকল্পিত চক্রান্ত।

.

প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। সে জন্যেই আওয়ামীলীগ বেগম জিয়াকে ভয় পায়। তাই তারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিএনপির নেতাকর্মীদের নির্মম নির্যাতন চালিয়ে যাচ্ছে।

প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া বলেছেন, আওয়ামীলীগ ৩০ ডিসেম্বরের নির্বাচনকে কুক্ষীগত করে দেশে এখন একদলীয় শাসন কায়েম করেছে। জনগণকে ভয় দেখাতে তারা রাষ্ট্রীয় সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে। ভয়াবহ দুঃশাসনে জনগণের ক্ষোভকে দমন পীড়নের মাধ্যমে প্রতিরোধ করতে উম্মাদ হয়ে গেছে বর্তমান ভোটার বিহীন সরকার। এসব নিপীড়ন করে সরকার জনগণের ক্ষোভ থেকে রেহাই পাবে না।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেছেন, বর্তমানে দেশে মানুষের কথা বলার অধিকার ও আইনের শাসন নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকারের হস্তক্ষেপের কারণেই মুক্তি পাচ্ছে না। সরকারের পক্ষ থেকে বারবার জামিনে বাধা সৃষ্টি করা হচ্ছে। আইনের শাসন এবং বাস্তবায়ন যদি থাকত তিনি অনেক আগেই জামিনে মুক্তি পেতেন।

সংগঠনের  উত্তর জেলার আহ্বায়ক যুবদল নেতা এম ইলিয়াছ আলির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নগর বিএনপির উপদেষ্টা জাহিদুল করিম কচি, বিএনপি নেতা শাহেদ বক্স, শামসুল হক, কামরুল ইসলাম, সরওয়ার উদ্দিন সেলিম, মনজুর রহমান চৌধুরী, ও দিলরুবা সফিক।

মুক্তি পরিষদের সদস্য সচিব এম শাহ্জান সাহিল ও যুগ্ম আহ্বায়ক আবু বকর সোহেলের পরিচালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন নিজামুল হক তপন, রফিকুল ইসলাম, ইদ্রিস আলী, আবু মুছা, আব্দুল হাই, আলহাজ্ব জাকির হোসেন, আজমত আলী বাহাদুর, মো: ইউসুফ, হাশেম খান, এম.কে নবী, শাফায়েতুল ইসলাম সাবাল, ইলিয়াছ চৌধুরী, সাবের সুলতান কাজল, সুজন পাশা, জিয়াউর রহমান জিয়া, বাবুল মেম্বার, ইফতেখার রুবেল, এরশাদ হোসেন, কামরুল ইসলমা, আইয়ুব মেম্বার, এস.এম লোকমান, কবি নুরুন্নবী, মোস্তাকিম মাহমুদ, কামরুল ইসলাম কুতুবী, মো: আলমগীর, এড. মাঈনুদ্দিন, সাইফুল ইসলাম তালুকদার, কাজী এরশাদ উদ্দিন, তসলিম উদ্দিন ইমন, শফিউল আজম, রায়হান উদ্দিন, মো: হোসেন, জিয়া উদ্দিন মিজান, এম.জি কিবরিয়া, রায়হান আলম, সালাউদ্দিন কাদের আসাদ, সৈয়দ সাফোয়ান আলী, ফরিদ উদ্দিন, ছোটন, রহমত উল্লাহ, রিমন চৌধুরী বাপ্পা, এন. মুহাম্মদ রিমন, রবিন প্রমুখ।

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print