ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আজ দৈনিক পূর্বতারা সম্পাদক আফজল মতিন সিদ্দিকীর মৃত্যুবার্ষিকী

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের প্রাচীনতম সংবাদপত্র দৈনিক পূর্বতারা’র প্রতিষ্ঠাতা সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও চট্টগ্রাম সদর আদালতের সাবেক অনারারী ম্যাজিষ্ট্রেট মরহুম অধ্যাপক আফজল মতিন সিদ্দিকীর আজ ৪ জুলাই বৃহস্পতিবার ১১ম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে মরহুমের নিজ বাড়ী ফটিকছড়ি উপজেলার নানুপুর গ্রামের শাহ মোহাম্মদ মসজিদে খতমে কোরআন, খতমে গাউছিয়া ও বাদে আছর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে সকল আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীকে উপস্থিত থাকার জন্য মরহুম এর পরিবারের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে।

সাংবাদিকতা ও আইনে উচ্চতর ডিগ্রীধারী মরহুম আফজল মতিন সিদ্দিকীকে বাংলাদেশ সরকার ১৯৮৩ সালে চট্টগ্রাম সদর আদালতের অনারারী ম্যাজিষ্ট্রেট নিযুক্ত করেন। তিনি ১৯৭৫-৮০ সাল পর্যন্ত চট্টগ্রাম ইসলামীয়া কলেজের ইসলামের ইতিহাসও সংস্কৃতি বিভাগে অধ্যাপনা করেন।

উল্লেখ্য তিনি কলেজে অধ্যাপনাকালীন সময়ে সকল বেতন কলেজ ফান্ডে দান করে দেন। সংবাদপত্র জগতের একজন পুরোধা ব্যক্তিত্ব হিসেবে চট্টগ্রামের প্রেস ক্লাবের প্রতিষ্টালগ্ন থেকে সক্রিয় সদস্য ছিলেন ও চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। ১৯৭৮-৭৯ সালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ সংবাদপত্র পরিষদ ও বাংলাদেশ সম্পাদক পরিষদের সদস্য ছিলেন। পূর্বাঞ্চলীয় সংবাদপত্র পরিষদের কোষাধ্যক্ষ ছিলেন। রাষ্ট্রীয় সফর সঙ্গী হিসেবে ১৯৭৮ সালে যুক্তরাজ্য ইউরোপসহ বিশ্বের অনেক দেশ ভ্রমণ করেন। ভ্রমণ শেষে ‘ব্রিটেনের পথে প্রান্তরে’ নামক একটি গ্রন্থ রচনা করেন। গ্রন্থটি চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত পঠন হিসেবে অন্তরভুক্ত হয়। তিনি বাংলাদেশ প্রেস ইনিষ্টিটিউট হতে সাংবাদিকতায় উচ্চতর প্রশিক্ষণ গ্রহন করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ফটিকছড়ি উপজেলার অন্যতম সেরা বিদ্যাপিঠ নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ছিলেন। বর্নাঢ্য কর্মময় জীবনের অধিকারী মরহুম আফজল মতিন সিদ্দিকীকে ১৯৯৬ সালে চট্টগ্রাম প্রেসক্লাব কৃতি সাংবাদিক হিসেবে সম্মাননা প্রদান করে। তিনি চট্টগ্রামের ঐতিহ্যবাহী দি দীন প্রেসের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব খোরশেদ আলম সিদ্দিকীর জৈষ্ঠ্য পুত্র।

উপ-মহাদেশের প্রখ্যাত ওলীয়ে কামেল রাহনুমায়ে শরীয়ত ও তরিকত আল্লামা হাফেজ্বকারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (মা: জি: আ:)’র প্রধান খলিফা মরহুম আলহাজ্ব নূর মোহাম্মদ আল কাদেরী (রা:) এর জামাতা।  প্রেসবিজ্ঞপ্তি

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print