ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে ট্রেনের ছাদে ভ্রমণ ও পাবলিক প্লেসে ধুমপান করায় ১০জনকে জরিমানা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম রেল স্টেশনে ট্রেনের ছাদে উঠায় ৬ যাত্রীকে রেলওয়ে আইনের ১২৯ ধারায় এবং পাবলিক প্লেসে ধুমপান করায় ৪ জনকে ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৪ ধারায় মোট ২ হাজার ৫৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সুবর্ণ, চট্টলা এক্সপ্রেস, বিজয়, উদয়ন এক্সপ্রেস, মেইল ট্রেনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, আজ থেকে ট্রেনের ছাদে উঠে ভ্রমণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।  এ বিষয়ে সকল স্টেশনেও নোটিশ প্রদান করা হয়েছে। সকালে স্টেশনে এসে দেখা যায়, ট্রেনের ছাদে কিছু যাত্রী উঠে বসে আছেন এবং পাবলিক প্লেসে কিছু যাত্রী ধুমপান করছেন। তাই তাদেরকে রেলওয়ে আইনের ১২৯ ধারায় এবং ধুমপান তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৪ ধারায় মোট ২ হাজার ৫৫০ টাকা জরিমান করা হয়েছে।

উল্লেখ্য, ট্রেনের ছাদে ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ করছে রেলওয়ে। ট্রেনের ছাদে উঠে ভ্রমণ করলে, সর্বোচ্চ শাস্তি হিসেবে এক বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান করা হবে। আজ ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার প্রেক্ষিতে বাংলাদেশের সব রেলওয়ে স্টেশনে পৌঁছে দেওয়া হয়েছে নোটিশ।

রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ছাদে ভ্রমণকারী এবং ভ্রমণে উৎসাহ ও সহযোগিতা প্রদানকারী সবাই সমান অপরাধী। ১৮৯০ সালের রেলওয়ে আইনের ১২৯ নম্বর ধারা অনুযায়ী, যদি কোনো ব্যক্তি বিপজ্জনক বা বেপরোয়া কার্যের দ্বারা অথবা অবহেলা করে কোনো যাত্রীর জীবন বিপন্ন করে। তবে ওই ব্যক্তি এক বছর পর্যন্ত কারাদণ্ড অথবা জরিমানা কিংবা উভয় দন্ডে দন্ডিত হতে পারে।

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print