
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী কলেজ রোড় এলাকায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মোবাইল ফোন চুরির সন্দেহে তাকে আটকের পর পুলিশের এক এসআই সহ এলাকার লোকজন যুবকটিকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেন নিহতের পরিবার।
নিহত যুবকের নাম আজহার (২৬)। সে ভাটিয়ারী ৪নং ওয়ার্ডের বালুর রাস্তা এলাকার মফিজুর রহমানের ছেলে বলে জানা গেছে।
আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটেছে। বর্তমানে নিহত যুবকের লাশ ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সামনে রাখা হয়েছে। সেখানে শত শত মানুষ ভীড় করেছে।
ঘটনা নিশ্চিত করে ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন পাঠক ডট নিউজকে বলেন- মোবাইল চুরির অভিযোগে এক যুবকে পিটুনী দিয়ে হত্যা করা হয়েছে। একজন পুলিশ সদস্যের বিরুদ্ধে যুবকটিকে পিটানোর অভিযোগ করেছে এলাকার লোকজন। তবে এই পুলিশ সদস্য সীতাকুণ্ড থানার না। প্রশাসন বিষয়টি দেখছে। তবে নিহত যুবক আদৌ মোবাইল চুরি করেছে কিনা আমি শিউর না।
সীতাকুণ্ড থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে নিয়ে গেছে।
বিস্তারিত আসছে…