ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

লিফটে আটকা পড়েন মন্ত্রী নাসিম, দরজা ভেঙে উদ্ধার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

nasim_al_14288_1464340583
.

সচিবালয়ে প্রায় আধঘণ্টা লিফটে আটকে রইলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। সচিবালয়ে ২ ও ৩ নম্বর ভবনের মাঝখানের লিফটে সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তিনতলার লিফটের দরজা ভেঙে মন্ত্রীকে উদ্ধার করেন।

সচিবালয়ে তিন নম্বর ভবনের চতুর্থতলায় স্বাস্থ্যমন্ত্রীর অফিস। ২ ও ৩ নম্বর ভবনের মাঝখানের লিফটটি বসানো হয়। মন্ত্রী এ লিফট দিয়েই ওঠানামা করেন।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, মন্ত্রী বিকেল পৌনে চারটার দিকে তার দফতর থেকে নামার সময় লিফটে আটকা পড়েন। মন্ত্রী আটকা পড়েছেন খবর ছড়িয়ে পড়ার পর মন্ত্রণালয়ে হৈচৈ পড়ে যায়। চারতলা ভবনের প্রতিটি তলার লিফটের সামনে ভিড় জমে যায়। কেউই লিফট খুলে মন্ত্রীকে উদ্ধার করতে পারছিলেন না। পরে ফায়ার সার্ভিসকর্মীরা সোয়া চারটার দিকে তিনতলায় লিফটের দরজা ভেঙে মন্ত্রী ও অন্যান্যদের উদ্ধার করেন।

লিফটে আটকা পড়ে মন্ত্রীসহ অন্যরা আতঙ্কিত হয়ে পড়েন। একজন প্রত্যক্ষদর্শী জানান, মন্ত্রী আতঙ্কে থরথর করে কাঁপছিলেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সিনিয়র স্টেশন অফিসার খন্দকার আবদুল জলিল বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী মহোদয় লিফটে আটকা পড়েছেন শুনে আমরা চলে এসেছি। তিনতলার দরজা ভেঙে আমরা মন্ত্রীকে উদ্ধার করেছি। লিফটে মন্ত্রীসহ সাত জনের মতো আটকে ছিলেন। বৈদ্যুতিক গোলযোগের জন্য লিফটি আটকে থাকতে পারে।’

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা পরীক্ষিৎ চৌধুরী বলেন, ‘অফিস থেকে নামার সময় মন্ত্রী লিফটে আটকা পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্যারকে উদ্ধার করেন। এরপর মন্ত্রী শেরেবাংলা নগরে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের আলোচনা সভায় অংশ নিতে চলে গেছেন।’

লিফটি কারা, কীভাবে লাগিয়েছে এটা এখন খতিয়ে দেখা উচিত বলেও মন্তব্য করেন পরীক্ষিৎ চৌধুরী।

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print