ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বায়োজিদে চাঁদার দাবীতে পোষাক কারখানায় হামলা, ভাঙচুর, ২ কর্মকর্তা আহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

14567589_1469332916414460_8712964329052091284_o
কারখানায় হামলার প্রতিবাদে কয়েকশ শ্রমিক বিক্ষোভ করে সড়ক অবরোধ করে।

চাঁদার দাবীতে চট্টগ্রাম মহানগরীর বায়োজিদ থানার টেক্সটাইল গেইট শীতলছায়া এলাকায় একটি রপ্তানীমুখি পোষাক কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর ও কর্মকর্তাদের উপর হামলা চালিয়েছে যুবলীগ নামধারী সন্ত্রাসীরা।

এতে প্রতিষ্ঠানটির প্রে্াডাক্টশন ম্যানেজার দেলোয়ার হোসেনকে আহতবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

14692002_1469332469747838_3618968708467493702_o
সন্ত্রাসীদের হামলায় আহত জেডমার্ক এর কর্মকর্তা দেলোয়ার হোসেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এশিয়ান গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান জেডমার্ক কারখানায় এ হামলার ঘটনা ঘটেছে।

কারখানায় সন্ত্রাসী হামলা এবং কর্মকর্তাদের হামলার প্রতিবাদে অধঘন্টা সড়ক অবরোধ করেছে প্রতিষ্ঠানটির কয়েকশ শ্রমিক।

পরে খবর পেয়ে বায়োজিদ থানা পুলিশ গিয়ে ত্ৎক্ষনিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন।

%e0%a7%a6%e0%a7%a7
চাঁদার দাবীতে কারখানায় ঢুকে অফিস কক্ষে ভাঙচুর চালায় সন্ত্রাসী নবী আলম গ্রুপের সন্ত্রাসীরা।

বায়োজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, মহসীন জানান, কারখানায় হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর আমরা সন্ত্রাসীদের ব্যাপারে ব্যবস্থা নেবো।

ঘটনার সত্যতা স্বীকার করে জেডমার্ক কারখানার পরিচালক আবু তাহের জানান, এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং যুবলীগ পরিচয়ধারী নবী আলমের নেতৃত্বে মিন্টু, রহিম, মহিউদ্দিন, লোকমান গিয়াসসহ ৭/৮ জন যুবক গেইটে দাড়োয়ানকে ধাক্কাদিয়ে ফেলে কারখানায় প্রবেশ করে।

তারা অফিসে ঢুকে নিজেদের স্থানীয় যুবলীগ ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে তাদের নিজেদের লোকজনকে চাকুরি দেয়ার দাবী অথবা ৩ লাখ টাকা চাঁদা দেয়ার দাবী করে।

আবু তাহের বলেন, এসময় তাদের বসিয়ে আপ্যায়নের ব্যবস্থার কথা জানালে তারা ক্ষিপ্ত হয়ে উঠে। এবং চাঁদা দিতে বলে। এঅবস্থায় তাদের বুঝানোর চেষ্টা করলে তারা লোহার রড় দিয়ে আঘাত করে আমাদের কর্মকর্তা দেলোয়ার হোসেনের মাথা ফাটিয়ে দেয়। এবং পরিচালক মুরাদকে মারধর করে। যাওয়ার সময় অফিসে ব্যাপক ভাঙচুর চালায়। রাস্তায় বেরিয়ে তারা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালায়।

14682116_1469333523081066_2781733730248817890_o
কারখানার সামনে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ।

এ ঘটনা তাৎক্ষনিক কারখানায় ছড়িয়ে পড়লে শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়ে। তারা তাৎক্ষনিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

পরে বায়োজিদ থানার ওসির নেতৃত্বে পুলিশ এসে তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

সর্বশেষ

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে

নারী সাংবাদিকের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য ⦿ফ্যাসিবাদী গোষ্ঠীর বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থার দাবি

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print