
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়ের ৯ নং ওয়ার্ডের বাথুয়া বড়ুয়া পাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুন লেগে ৫টি বসত ঘর ঘর পুড়ে গেছে।
স্থানীয়রা জানায়, রাত ৮টার দিকে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূর্যসেন বড়ুয়ার ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে পাশাপাশি সবকটি ঘরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে ছিটিয়ে পড়লেই দাউদাউ করে জ্বলতে থাকে।
খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসে দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়রা সহ প্রায় ঘন্টা খানেক চেষ্টা চালিয়ে আগুনে নেভাতে সক্ষম হয়। আগুনে দুটি কাঁচা বসতঘর ও ৩ টি সেমিপাকা ঘর পুড়ে যায়
ক্ষতিগ্রস্ত পরিবার গুলো হলেন, সূর্য সেন বড়ুয়া, খোকন বড়ুয়া, তানসেন বড়ুয়া, চিত্ত সেন বড়ুয়া ও কিরণ বড়ুয়া।
পটিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সোমেন বড়ুয়া জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘন্টা খানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি। ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলে জানা গেছে, তাদের কিছু অবশিষ্ট নেই সব পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনা তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।