
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় আমিরাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম (২৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। এঘটনায় মো। আরিফ নামে আরও এক ব্যক্তি গুরতর আহত হয়েছে। নিহত জাহাঙ্গীর আলম উপজেলার চুনতি হাজি রাস্তারমাথা কাজির পাড়া এলাকার মৃত জালাল আহমদের ছেলে।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে যাত্রীবাহি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আন্দর ওয়েডিং পার্কের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
দোহাজারি হাইওয়ে থানার ওসি মো. ইয়াছিন আরফাত বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে মোটরসাইকেলের এক আরোরোহী নিহত হয়। অন্যজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।