
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের লোহাগাড়ায় পুটিবিলা ইউনিয়নের নতুন বাজার এলাকায় স্পিড ব্রেকারে উল্টে গিয়ে মো : জকরিয়া আলম মিন্টু (৩২) নামের এক ব্যাটারী চালিত অটো রিক্সা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২ ডিসেম্বর) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মিন্টু লামা উপজেলার সরই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গুরা বইন্যা পাড়ার সরওয়ার গাজীর পুত্র।
স্থানীয় পুটিবিলা ইউপি সদস্য মোহাম্মদ খানে আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, অটোরিকশা চালক জকরিয়া আলম মিন্টু কেয়াজু পাড়া এলাকা হতে ব্যাটারি চালিত রিক্সা ভর্তি পানের হাচি নিয়ে বিক্রির জন্য লোহাগাড়া উপজেলা সদর বটতলীর উদ্দেশ্যে রওনা হন। সে দরবেশ হাট-কেয়াজু পাড়া সড়কের পুটিবিলা নতুন বাজারে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে অপরিকল্পিতভাবে দেয়া স্পিড ব্রেকারে উল্টে সে মাটিতে পড়ে গেলে গাড়িটি তার শরীরের ওপরে চাপা পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা সদরের বটতলী মোটরষ্টেশনের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সরই ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার বাবুল মিয়া জানান, একই রিক্সাতে থাকা মিন্টুর বাবা ভাগ্যক্রমে বেঁচে যান। মিন্টুর শরীরের ওপর গাড়িটি চাপা পড়লে সে গুরতর আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান। বর্তমানে মিন্টুর বাবা একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।