
নগরীর খুলশী থানা জাকির হোসেন রোড়ে অবস্থিত খুলশী কনভেনশন হলের তৃতীয় তলা থেকে পড়ে মো. রশিদ (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।আজ বুধবার (২ ডিসেম্বর) দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রশিদ খুলশী কলোনীর হান্নান ফ্যাক্টরীর পাশে সেগুনবাগান এলাকার মৃত জানে আলমের ছেলে।
খুলশী থানার ওসি মোহাম্মদ শাহিনুজ্জামান বলেন, কনভেনশন হলে কাজ করার সময় অসাবধানতা বসত তৃতীয় তলা থেকে নিচে পড়ে আহত হন রশিদ। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।