
চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার পাহাড়তলীস্থ রেলওয়ে ডেবা থেকে অজ্ঞাতনামা (৪৫) এক পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ বুধবার (২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ঝর্ণাপাড়া এলাকায় জোড় ডেবাতে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, স্থানীয় সূত্রে খবর পেয়ে দুপুরে ডবলমুরিং থানার পাহাড়তলী ঝর্ণাপাড়া জোর ডেবা থেকে অজ্ঞাতনামা ৪৫ বছর বয়সী একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো এ লাশের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হচ্ছে।