
চট্টগ্রাম নগরীর টেরিবাজারে আলী ট্রেডিং নামে একটি কাপড়ের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে অগ্নিকান্ডের ও ক্ষতিক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
বুধবার (০২ ডিসেম্বর) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী বলেন,আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশন থেকে তিনটি গাড়ি দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।