
টেকনাফের সেন্টমার্টিনের ছেড়াদ্বীপর সমুদ্রে অভিযান চালিয়ে সাড়ে ৪লাখ ইয়াবাসহ মায়ানমারের ৩ নাগরিককে আটক করেছে কোস্টগার্ড।
গতকাল রবিবার (৬ ডিসেম্বর) গভীর রাতে কোস্টগার্ড পূর্বজোনের একটি টিম এই অভিযান চালায়। অভিযানে ছেড়াদ্বীপ থেকে প্রায় ৫ নটিক্যালমাইল দক্ষিণে সমুদ্র থেকে ৪লক্ষ ৫০হাজার পিস ইয়াবা ও মায়ানমারের টাকা সহ ৩ মায়ানমার নাগরিককে আটককরা হয় বলে নিশ্চিত করেন কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার হামিদুল ইসলাম।

উদ্ধার করা মায়ানমার মূদ্রার মধ্যে রয়েছে। ৯ লক্ষ ৫১ হাজার কিয়াত।