ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে চট্টগ্রামে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের বিক্ষোভ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কুষ্টিয়ায় স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা। বিকেলে এক সমাবেশ থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা।

বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর আঘাতকে বাংলাদেশের ওপর আঘাত উল্লেখ করে রক্তের বিনিময়ে হলেও মৌলবাদীদের প্রতিরোধের ঘোষণা দেন তারা।

আজ সোমবার (৭ ডিসেম্বর) বিকেল ৫টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল আয়োজন করে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর নেতৃত্বে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়ের সাথে বীর মুক্তিযোদ্ধাদের রক্ত মিশে আছে। বিজয়ের এই মাসে বঙ্গবন্ধুকে নিয়ে দেশবিরোধী মৌলবাদী গোষ্ঠীর অবমাননাকর বক্তব্য ও ভাস্কর্য ভাঙা রাষ্ট্রদ্রোহিতার সামিল। রাজাকার-আলবদরেরা এ দেশের মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার চক্রান্ত করছে। বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর আঘাতকে বাংলাদেশের ওপর আঘাত উল্লেখ করে রক্তের বিনিময়ে হলেও মৌলবাদীদের প্রতিরোধের ঘোষণা দেন তারা।

সমাবেশ শেষে প্রেস ক্লাবের সামনে থেকে মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার মোজাফফর আহমদের নেতৃত্বে একটি বিশাল মশাল মিছিল বের করা হয়। মিছিলটি জামালখান, চেরাগী পাহাড় ও মোমিন রোড হয়ে আন্দরকিল্লা গিয়ে শেষ হয়।

বক্তব্য রাখছেন নওশাদ মাহমুদ রানা।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের সভাপতিত্বে এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় সদস্য মো. সরওয়ার আলম চৌধুরী মনি ও জেলা কমিটির সদস্য সচিব কামরুল হুদা পাভেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি কমান্ডার শহিদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, সহকারী কমান্ডার খোরশেদ আলম (যুদ্ধাহত), সহকারী কমান্ডার এফএফ আকবর খান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম স্বাক্ষী মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবছার, বাংলাদেশ ব্যাংক প্রাতিষ্ঠানিক কমান্ডের সাবেক কমান্ডার ফজল আহমদ, মো. আবছার উদ্দিন চৌধুরী, কেন্দ্রিয় আওয়ামী লীগের সাবেক সহ সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর উপদেষ্টা নওশাদ মাহমুদ চৌধুরী রানা, সাংবাদিক চৌধুরী ফরিদ, চবি শিক্ষক অধ্যাপক ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী, অধ্যাপক ড. রেজাউর রহমান, অধ্যাপক ড. ওমর ফারুক রাসেল, অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাসুদ, জহুর আহমদ চৌধুরী ফাউন্ডেশনের পরিচালক শরফুদ্দিন চৌধুরী রাজু প্রমুখ।

এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক সাহেদ মুরাদ সাকু, সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজেশ ইমরান, সদস্য ইব্রাহিম বাদশা, বিবি গুল জান্নাত, হাসান মো. আবু হান্নান, রিপন চৌধুরী, শাহজাহান সেলিম, মিস লিমা, আরাফাতুল মান্নান ঝিনুক, তফাজ্জল ইলাহী, আবদুল কাদের রিমন, আবদুল মালেক প্রমুখ বক্তব্য রাখেন।

এদিকে একই দাবীতে নগরীর চেরাগী পাহাড় মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন সচেতন নাগরিক সমাজ ও সর্বস্তরের সাংস্কৃতিক কর্মী চট্টগ্রাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদ, বাংলাদেশ আদিবাসি ফোরাম, সম্মিলিত আবৃত্তি পরিষদ চট্টগ্রাম, আবৃত্তি সংগঠন- প্রমা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও বাচিক শিল্প চর্চা কেন্দ্র।

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print