
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনা নিয়ে নুরুল আকতারকে (৫৫) নামে একজনকে মেরে পা ভেঙে দিয়েছে মর্মে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে অভিযোগে উঠেছে।
আজ মঙ্গলবার বিকেলে বাঁশখালীর ৪ নং বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামে এ হামলার ঘটনায় গুরুতর আহত নুরুল আকতারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছে ভারী বস্তুর আঘাতে নূরুর আকতারের বাম পা ভেঙ্গে হাড় গুড়ো হয়ে গেছে। তার পায়ে অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তিনি চমেক হাসপাতালের ২৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
আহত নূরুল আকতারের ছেলে ফারুক জানান, তার পিতা জোহরের নামায পড়ে পুকুরপাড়ে মায়ের কবর জেয়ারত করতে গেলে জাকের হোসেন তার ছেলে রায়হান আরও কয়েকজন মিলে লাঠি দিয়ে মেরে মারাত্মক আহত করে। এসময় নূরুল আকতারের বাম পা সম্পূর্ণ ভেঙ্গে যায়। হামলাকারী জাকের হোসেন, রায়হান ও সহযোগীদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানায় ফারুক।
এদিকে ঘটনার ব্যাপারে জানতে চাইলে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ শফিউল কবির পাঠক ডট নিউজকে বলেন, আজ বাহারছড়া ইউনিয়নে কোন ঘটনা ঘটেনি। সেখানকার দায়িত্বরত এস আই’র সাথে কথা হয়েছে। তিনি এ ব্যাপারে কিছু জানে না। তাছাড়া কেউ থানায় অভিযোগও করেনি।