
জেলার সীতাকুণ্ড উপজেলায় ৪ সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে তাজুল ইসলাম প্রকাশ ভোলা মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (০৯ ডিসেম্বর) সকালে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ফেদাইনগর এলাকা থেকে তাকে গ্রেফতারের পর আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে প্রেরণ করে।
ধর্ষিতার দায়ের করা মামলা সূত্রে জানা যায়, চার সন্তানের জননী পাখি বেগম (৪০) (ছদ্মনাম) স্বামী অন্যত্র বিয়ে করে চলে যাওয়ার পর সীতাকুণ্ড উপজেলার কুমিরার কাজীপাড়া এলাকার সোহেলের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে আসছেন। বিগত ছয় মাস আগে মোবাইলে ক্রস কানেকশনে যোগাযোগের মাধ্যমে বৃদ্ধ তাজুল ইসলাম প্রকাশ ভোলার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পাখির। এরমধ্যে বৃদ্ধ তাজুল ইসলাম মহিলাকে বিয়ের প্রস্তাব দেয়। মহিলাটি তার পরিবারকে বিষয়টি অবগত করে তাকে পছন্দ হলে বিবাহ করতে সম্মতি দেবে বলে জানান।
পরবর্তীতে আসামি ভোলা বারবার তার বাসায় গিয়ে মহিলাকে দেখা করতে বললে সরল বিশ্বাসে গত ৩০ নভেম্বর তার বাড়িতে গেলে সে কৌশলে তাকে আটক করে জোরপূর্বক ধর্ষণ করতে থাকে। বুধবার সকাল সাড়ে ছয়টায় মহিলাটি সেখান থেকে পালিয়ে থানায় এসে বিস্তারিত বললে থানা অভিযোগ দায়ের করেন এবং আসামিকে গ্রেপ্তার করেন।
অভিযুক্ত আসামি তাজুল ইসলাম প্রকাশ ভোলা উপজেলার ২ নং বারৈয়ারঢালা ইউনিয়নের ৫নং ওয়ার্ডেরদ দক্ষিণ ফেদাইনগর কাজী বাড়ির মৃত দেলোয়ার হোসেনের পুত্র।
এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, এক মহিলার দায়ের করা ধর্ষন মামলায় এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।