
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের পটিয়ায় ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্র শস্ত্র সহ ৫ জন ডাকাত ও ১ জন গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামী সহ ৬ জনকে বিশেষ অভিযানে আটক করেছে পটিয়া থানা পুলিশ।
পটিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে (১ জানুয়ারী) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খরনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি ডাকাত দল ডাকাতির প্রস্ততিকালে দেশীয় অস্ত্র শস্ত্র সহ ৫ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন মো. সোহেল (৩০), মোঃ রুবেল (৩৫), শাহপরান (৩৫), মোঃ আল আমিন (২২), মোঃ আব্দুল্লাহ (২৪)। তাদের বিরুদ্ধে পটিয়া থানায় মামলা রজু করে আদালতের মাধ্যমে আজ বিকেলে জেল হাজতে পাঠানো হয়েছে।
অপরদিকে সিআর মামলায় গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামী আবদুল মালেক সোহেল নামের আরেক আসামিকে ও আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।