
করোনা পরিস্থিতি মোকাবেলায় চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)কে ১০ হাজার মাস্ক প্রদান করেছে চট্টগ্রামের আগ্রাবাদস্থ হোটেল সেন্ট মার্টিন লিঃ।
আজ বৃহস্পতবিার (৪ ফেব্রুয়ারী) দুপুরে সিএমপি কমিশনার কার্যালয়ে কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের কাছে ১০ হাজার সার্জিকেল মাস্ক হস্তান্তর করনে হোটেল সেন্ট মার্টিন লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা এ এস এম জাকির হোসেন মিজান।
এ সময় মুক্তিযোদ্ধা সংসদ মহানগর কমান্ডার মোজাফফর আহমদ, সিএমপি’র অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারশেন) এস এম মোস্তাক আহমদে খান, উপ কমিশনার (উত্তর) বিজয় বসাক এবং হোটেল সেন্ট মার্টিন লিঃ এর পরিচালক (অপারশেন্স) ইঞ্জিনিয়ার আসিফ ইসতিয়াক উপস্থিত ছিলেন। সিএমপি সদস্যদের জন্য মাস্ক দেয়ায় পুলিশ কমিশনার হোটেল সেন্ট মার্টিন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
হোটেল সেন্ট মার্টিন লিঃ এর পরিচালক (অপারশেন্স) ইঞ্জিনিয়ার আসিফ ইসতয়িাক জানান, করোনা পরস্থিতিতিে মাস্ক ব্যবহারে সচতেনতা বাড়াতে কাজ করছে আগ্রাবাদস্থ হোটেল সেন্ট মার্টিন লিঃ। হোটেলের অতিথিদের সুরক্ষার জন্য বিনামুল্যে রুমে মাস্ক প্রদান করা হচ্ছে করোনা পরিস্থিতির শুরু থেকেই। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যদের জন্য ১০ হাজার মাস্ক হস্তান্তর করল প্রতিষ্ঠানটি।