ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রাম ও দাগনভুঞায় মির্জা কাদেরের গাড়ীতে দুদফা হামলা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নোয়াখালীর বসুরহাট পৌর মেয়র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জার গাড়িবহরে দুই দফায় হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার শপথ নিতে চট্টগ্রামে আসার পথে ভোরে দাগনভুঞা জিরো পয়েন্টে এবং বিকেলে শপথ নিয়ে ফিরে যাওয়ার সময় চট্টগ্রাম মহানগরীর ওয়াসা এলাকায় দুই দফায় হামলার শিকার হন তিনি।

এসময় ঘটনায় আওয়ামী লীগ নেতা সেলিম (৫০) আহত হয়েছেন। আহত সেলিম কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সদস্য। এছাড়া ভাঙচুর হয়েছে বহরের কয়েকটি গাড়ি।

শপথ নেওয়ার জন্য চট্টগ্রামে যাওয়ার পথে বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় দাগনভুঞা জিরো পয়েন্টে দুর্বৃত্তরা আবদুল কাদের মির্জার গাড়িবহরে হামলা চালায়।

আবদুল কাদের মির্জা বলেন, শপথ নেওয়ার জন্য বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম বিভাগীয় কার্য ালয়ে যাওয়ার পথে দাগনভূঞার জিরো পয়েন্টে একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত আমার গাড়িতে হামলা করে।

সামনে একটি ট্রাক থাকায় আমার গাড়িটি পার হয়ে এলেও পেছনের গাড়িতে দুর্বৃত্তরা ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে হামলা করে এবং ডিম ছোড়ে। এতে গাড়ির ব্যাপক ক্ষতি হয়। হামলায় বসুরহাট বিশিষ্ট ব্যবসায়ী ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সদস্য সেলিম আহত হন।

কাদের মির্জার অভিযোগ, দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা করেছে। হামলা- আক্রমণ উপেক্ষা করেও ভবিষ্যতে সত্য কথা বলার প্রত্যয় ব্যক্ত করেছেন বসুরহাট পৌর মেয়র। তিনি বলেন, আল্লাহর দয়ায় যদি সহি সালামতে শপথ নিতে পারি, তবে হামলাকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব।

দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমদ জানান, মৌখিক অভিযোগ পেয়েছি। সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে মেয়র আবদুল কাদের মির্জা দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে শপথ গ্রহণের পর নগরীর ওয়াসা এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা তার গাড়ী ভাঙচুর করেছে। কে বা কারা ঢিল ছুড়েছে। এ সময় কেউ হতাহত হয়নি। তবে বহরের একটি গাড়ির কাঁচ ভেঙে গেছে।

এসময় আবদুল কাদের মির্জা একটি অনলাইন টিভিতে টকশো অনুষ্ঠানে অংশ নিতে ঐ অফিসে অবস্থান করছিলেন। নীচে তার গাড়ী বহর পার্কিং এ ছিল।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print